এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের অষ্টম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন হোসেইন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
আর পাকিস্তানের একাদশ হলো : মোহাম্মদ হাফিজ, শারজীল খান, খুররাম মনজুর, ওমর অাকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, আনোয়ার আলী, মোহাম্মদ সামি ও মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।
উল্লেখ্য, আজকের ম্যাচে টাইগাররা জিতলেই টুর্নামেন্টের ফাইনালে উঠে যাবে।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ