পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ১৩০ রান। টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয়। যদিও তারা মাত্র ২৮ রানেই চারটি উইকেট হারিয়ে ফেলেছিল। মিডল অর্ডারে সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক দৃঢ় ব্যাটিং করে পাকিস্তানকে বিপর্যয় থেকে তুলে আনেন। শোয়েব ৪১ রান করে অাউট হয়ে গেলেও সরফরাজ ৪২ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের আর কেউই তেমন রান করতে পারেনি।
বাংলাদেশের হয়ে আরাফাত সানি ও আল আমিন ২টি করে উইকেট নেন। আর মাশরাফি ও তাসকিন ১টি করে উইকেট পান।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন হোসেইন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
আর পাকিস্তানের একাদশ হলো : মোহাম্মদ হাফিজ, শারজীল খান, খুররাম মনজুর, ওমর অাকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, আনোয়ার আলী, মোহাম্মদ সামি ও মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।
উল্লেখ্য, আজকের ম্যাচে টাইগাররা জিতলেই টুর্নামেন্টের ফাইনালে উঠে যাবে।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ