অবশেষে অধিনায়কের পদ ছাড়লেন পাকিস্তান টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। আজ রবিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।
নিজের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করে শহীদ আফ্রিদি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। লিখিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমার পাকিস্তানি ভক্ত ও সারা বিশ্বকে জানাতে চাই, আমি স্বেচ্ছায় পাকিস্তান টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি।’ তবে পাকিস্তান দলে নিয়মিত ক্রিকেটার হিসেবে খেলবেন বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য খুব গর্বের ছিল। এতদিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে আমি দলের একজন সদস্য হিসেবে দেশের হয়ে খেলে যেতে চাই। আশা করি সমর্থকরা আমার সঙ্গেই থাকবেন।’
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা