ভারতের কোচ বাছাইয়ের দিনে নিজেই দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার আগ্রহী প্রার্থীদের পরীক্ষা নেওয়ার আগে নিজের এমন স্বপ্নের কথা জানান টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক। বলেন, ''সত্যি কথা বলতে আজ থেকে দুই আড়াই বছর আগে আমি নিজেও স্বপ্ন দেখতাম দলের কোচের দায়িত্ব নেওয়ার। তবে এখন পরীক্ষা নিচ্ছি, আশা করি, একদিন নিজেই ভারতীয় ক্রিকেট দলের কোচ পদের জন্য আবেদন করবো এবং এভাবে পরীক্ষা দেব।''
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের প্রধান কোচ বাছাইয়ের জন্য গঠিত উপদেষ্টা কমিটিতে রয়েছেন সৌরভ। এই কমিটিতে রয়েছেন শচিন ও লক্ষ্মণ। মঙ্গলবার পরীক্ষা নেওয়ার আগে কলকাতার একটি হোটেলে সৌরভ বলেন, ''জীবনে কোনো কিছুই আগে থেকে ঠিক করা থাকে না। এক বা দুই বছর পর কী হবে, সেটা কেউ জানে না। আমি ক্রিকেট মাঠ ছাড়ার পর, সিএবি প্রেসিডেন্ট হবো, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজন করব কেউ হয়তো ভাবেইনি। কিন্তু আমি তা করতে পেরেছি।''
ভারতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ''কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার চিন্তা আমার মাথায় ঘুরাপাক খাচ্ছে। সত্যি বলতে কি, গত প্রায় আড়াই বছর ধরে ভাবছিলাম, এই কাজটা আমি করতে চাই কি না! আর আজ আমি কোচ হিসেবে অন্য একজনকে বেছে নিতে চলেছি। আসলে এটাই জীবন। আমি এখন পরীক্ষা দিচ্ছি না। কিন্তু আশা রাখছি, একদিন আসবে যখন আমিও পরীক্ষা দেব।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ