যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। বুধবার সকালে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন বার্সেলোনা তারকা।
ডি-বক্সের খানিকটা বাইরে মেসিকে ফাউল করে ক্রিস ওন্ডোলোভস্কি। সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি। এরপর পাঁচ বারের ফিফা ব্যালন ডি'অরের বাঁ পায়ের বাঁকানো এক শট ক্রসবার ঘেঁসে ঢুকলো জালে।
আর এই গোলের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে মেসির গোল হলো ৫৫টি। অন্যদিকে, আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতা গোল সংখ্যা ৫৪টি। যদিও ১১২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন মেসি। যেখানে বাতিস্তুতা ৫৪ গোল করেছিলেন ৭৮ ম্যাচ খেলে।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৬/মাহবুব