ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ দিনে এসে আবারও সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুপার লিগ পর্বের শেষ রাউন্ডে (পঞ্চম রাউন্ড) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে এ সেঞ্চুরি হাঁকান আবাহনীর অধিনায়ক। আর তার এই সেঞ্চুরিতে সুবাদে এবারের লিগের সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।
এদিন, টস জেতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় আবাহনী। এরপর নাজমুল হাসান শান্তকে নিয়ে নিয়ে দলীয় ৫০ রানও পূর্ণ করেন তিনি। এরপর শান্ত বিদায় নিলে মোসাদ্দেক হোসেনকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। সেই সাথে এগিয়ে যান ডিপিএল চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে।
১৩২ বলে ১৪২ রান করে উম্মুখ চাঁদের বলে আউট হওয়ার আগে খেলেন ১৩২ বলে ১৪২ রানের দুর্দান্ত এক ইনিংস। ১১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার এই ইনিংসটি ডিপিএলে এবারের আসরে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও। তামিমের আগে এ রেকর্ডটি ছিল আবাহনীর সতীর্থ লিটন দাসের। গত ১৫ জুন একই মাঠে মোহামেডানের বিপক্ষে ১৩৯ রান করেন লিটন।
এর আগে, চলতি আসরে তামিম তার প্রথম সেঞ্চুরিটি (অপরাজিত ১০৫) পেয়েছিলেন ৬ জুন সাভারে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে।
বুধবারের সেঞ্চুরির ফলে ভিক্টোরিয়ার আব্দুল মজিদকে টপকে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তামিম। ডিপিএলে তার ১৬ ম্যাচে মোট রানের সংগ্রহ ৭১৪। আর ৭০৪ রান নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন আবদুল মজিদ।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৬/মাহবুব