ফ্রান্সে চলমান ১৫তম উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে আজ ৪টি ম্যাচ রয়েছে। ম্যাচ ৪টি হবে 'ই' গ্রুপ ও 'এফ' গ্রুপের দলগুলোর মধ্যে। 'ই' গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে বেলজিয়াম ও সুইডেনের মধ্যে। দুটি ম্যাচই স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। আর 'এফ' গ্রুপের একটি ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরি ও পর্তুগাল। একই গ্রুপের দ্বিতীয় ম্যাচটি হবে আইসল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যে। উভয় ম্যাচ-ই স্থানীয় সময় ৫টায় শুরু হবে।
এদিকে, গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অবশ্য দুটি দল-ই শেষ ষোলোতে পৌঁছেছে।
উল্লেখ্য, উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ২টি আসরেই জয় পেয়েছে দলটি।
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ