হারারেতে অনুষ্ঠেয় তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী ভারত। ৪.৪ ওভারে ২৭ রান তুলতেই ৩টি উইকেট হারিয়েছে তারা। ওপেনার লুকেশ রাহুল ২২ রান, মানদ্বীপ সিং ৪ রান এবং পাণ্ডে শূন্য রানে ইতোমধ্যে সাজঘরে ফিরেছেন। জিম্বাবুয়ের হয়ে তিরিপানো ও মাদজিভা ১টি করে উইকেট নিয়েছেন। শেষ খবর পর্যন্ত অার কোনো উইকেট না হারিয়ে ৫.৪ ওভারে ২৯ রান করেছে ধোনিরা।
আজকের ম্যাচে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন এসেছে। মুতমবদজি, রানা ও মুজারাবানির জায়গায় দলে নেয়া হয়েছে সিবান্দা, চাতারা ও মারুমা। তবে ভারতীয় স্কোয়াডে কোনো পরিবর্তন নেই।
উল্লেখ্য, টি-২০ সিরিজে এখন ১-১ এ সমতা রয়েছে। ১৮ জুন অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ২ রানের জয় পায়। আর ২০ জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতায় ফেরে ভারত। ফলে আজকের ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৬/শরীফ