চলতি বছর ব্রাজিলের রিওতে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন পূরণ হলো না ভারতের সেলিব্রেটি বক্সার মেরি কমের। রিও অলিম্পিকস কর্তৃপক্ষ তাকে 'ওয়াইল্ড কার্ড' এন্ট্রি দেয়নি। অল ইন্ডিয়া বক্সিং অ্যাসোসিয়েশন এআইবিএ'র চেয়ারম্যান কিষাণ নারসি আজ এ খবর নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দুর
পাঁচবারের ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম ভারতের মনিপুর রাজ্যের বাসিন্দা। কুয়ালিফাইং পর্বের মধ্য দিয়ে অলিম্পিকে নিজের স্থান করে নিতে ব্যর্থ হন তিনি। ফলশ্রুতিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ও এআইবিএ অলিম্পিক কর্তৃপক্ষের কাছে তার ওয়াইর্ল্ড কার্ড এন্ট্রি চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সর্বশেষ প্রচেষ্টা হিসেবে তাদের এ উদ্যোগ ইতিবাচক সাড়া পায়নি।
উল্লেখ্য, ব্রাজিলের রিওতে আগামী ৫-২১ আগস্ট এই গ্রীষ্মকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ