আগামী এক বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন অনিল কুম্বলে। ৪৫ বছরের কুম্বলে জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের দায়িত্ব নিয়ে নেবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণের কমিটি শেষ পর্যন্ত বেছে নিলেন কুম্বলেকেই। আর কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিসিআই।
এই পদের জন্য আবেদন করেছেন মোট ৫৭ জন। এর মধ্যে রবি শাস্ত্রী ও প্রভীন আমরেও ছিলেন। কুম্বলে খেলেছেন ১৩২টি টেস্ট, ২৭১টি ওয়ানডে ও ৫৪টি টি২০। ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়ে কুম্বলে বলেন, "আবার ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে ফিরছি। অনেক বড় দায়িত্ব আমার সামনে এখন।"
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৬/ আফরোজ