আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখতে মানুষের চেষ্টার শেষ নেই। কেউ কোচিং করছেন আবার কেউ নিজেই বারবার অনুশীলন করছেন ভাষাটি আয়ত্তে আনতে। ক্রিকেটাররাও এই তালিকার বাইরে নয়।
সম্প্রতি আইপিএল খেলতে গিয়ে ভাষা নিয়ে বিপাকে পড়েন মোস্তাফিজ। ইংরেজি শেখার জন্য তিনি বেছে নিয়েছিলেন গুগল ট্রান্সলেটরকে। এবার অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন, তিনি স্টার মুভিজ দেখেই ইংরেজি বলতে শিখেছেন। সম্প্রতি একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই স্টার মুভিজ চ্যানেল দেখার কারণেই তিনি ইংরেজিতে এত ভালো।
তিনি বলেন, যখন আমি টেলিভিশনে ক্রিকেট দেখা শুরু করি তখন সবাই ইংরেজিতে কথা বলতো। ঠিক সে সময়টাই আমার মনে হলো আমাকে ইংরেজি শিখতে হবে কারণ আমিও হয়ত একদিন এমন করে সাক্ষাৎকার দিবো। তাই আমি ইংরেজি সিনেমা এবং ইংরেজি পত্রিকা পড়ে ইংরেজিটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করেছি।
বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-০৩