ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে কাউন্টি লিগ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের। কিন্তু আইপিএলের সেমিফাইনাল ম্যাচের আগেই পড়ে গেলেন ইনজুরিতে। ইনজুরি নিয়ে শেষ পর্যন্ত তিনি সফলতার সাথে আইপিএল ফাইনাল খেলে দেশে ফিরেছেন।
ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে মুস্তাফিজের এমনটিই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ও ফিজিওরা। কিন্তু ইনজুরির পর বৃহস্পতিবার মুস্তাফিজ প্রথমবারের নেটে বল করার পর আবারও তার খেলার ব্যাপারে আশার আলো দেখছে সাসেক্স।
সাসেক্স কোচ মার্ক ডেভিস মিড সাসেক্স টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি২০ তে সাসেক্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। শুধু তাই নয়; রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও মুস্তাফিজকে খেলাতে চান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন