কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের ফাইনালে গত বছরের মতো এবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। আগামীকাল রবিবার স্থানীয় সময় রাতে [বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টায়] নিউইযর্কের মেটলাইফ স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল খেলার লক্ষ্যে উজ্জীবিত আর্জেন্টিনা টেক্সাসের হাউস্টন থেকে বিমানে করে ইতোমধ্যে নিউইযর্ক সিটিতে এসে পৌঁছেছেন। কারণ হাউস্টনেই গত ২১ জুন টুর্নামেন্টের এক সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় মেসিরা।
হাউস্টন থেকে নিউইযর্কে বিমান যাত্রার ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি ও সের্জিও আগুয়েরো। এরা দুজন বিমানযাত্রার নিজেদের ও স্কোয়াডের কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে আর্জেন্টিনার স্কোয়াডের প্রত্যেককে বেশ উচ্ছ্বসিত ও উজ্জীবিত মনে হচ্ছে। মেসিদের এমন মুডে থাকাটা স্বাভাবিক কারণ ফাইনালে তাদের প্রতিপক্ষ যে চিলি যাদেরকে তারা গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছেন। সেইসঙ্গে গত বছরের ফাইনালে হারের প্রতিশোধের সুযোগ তাদের সামনে। খবর মেইল অনলাইনের
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৬/শরীফ