ফ্রান্সে চলমান ১৫তম উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো অর্থাৎ নকআউট পর্বের খেলা চলছে। গতকাল প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজও সমানসংখ্যক ম্যাচ রয়েছে। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ফ্রান্স ও রিপাবলিক অব আয়ারল্যান্ড। স্থানীয় সময় ২টায় ম্যাচটি শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া। ম্যাচটি স্থানীয় সময় বিকাল ৫টায় শুরু হবে। আর দিনের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরি ও বেলজিয়াম।
গতকাল নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে পোল্যান্ড। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচটি ১-১ এ সমতায় ছিল। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায়। মূলত আত্মঘাতী গোলে জয় পায় ওয়েলস। আর দিনের শেষ ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারায় পর্তুগাল।
নকঅাউট পর্বে বাকি দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন খেলবে ইতালির বিপক্ষে এবং ইংল্যান্ড অাইসল্যান্ডের বিপক্ষে। ২৭ জুন পর্যন্ত নকঅাউট পর্বের খেলা। এরপর ৩০ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলো। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল শেষে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল।
উল্লেখ্য, উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ২টি আসরেই জয় পেয়েছে দলটি।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ