শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালের আগে সুখবর পেল আর্জেন্টিনা। দলের কোচ জেরার্দো মার্টিনো জানিয়েছেন, দলের অন্যতম সেরা তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া সুস্থ হয়ে উঠেছেন। চিলির বিপক্ষে ফাইনালে তাকে পাওয়া যাবে। খবর গোল ডটকমের।
এর আগে, কোচ একবার পুরোপুরি সেরে উঠার কথা জানালেও আশঙ্কা প্রকাশ করে দেশটির ফুটবল ফেডারেশন। এরপরই ফাইনালে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।
শনিবার মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মার্টিনো জানান, ফাইনালে ডি মারিয়া থাকছেন। তিনি ফিট আছেন। তবে চোট থেকে সেরে না উঠায় আগুস্তো ফের্নান্দেস ও এসিকিয়েল লাভেস্সিকে হয়তো পাবে না আর্জেন্টিনা।
এর আগে, কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ডান ঊরুতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির এই মিডফিল্ডার। পরে পরীক্ষায় দেখা যায়, পায়ের অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে তার।
নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব