আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার লড়াইয়ে অনিল কুম্বলের কাছে হারার ২ দিন পর গতকাল তাকে নিয়োগ দেয় আফগান ক্রিকেট বোর্ড। খবর আইএএনএস'র
৫৪ বছর বয়সী লালচাঁদ সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হকের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার পথে গত এপ্রিলে অাফগান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইনজামাম।
আগামী জুলাই ও আগস্টে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড সফরের মধ্য দিয়ে লালচাঁদের আফগান কোচিং ক্যারিয়ার শুরু হবে। আফগান ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন লালচাঁদ। আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকর দেশটির প্রধান বোলিং কোচের দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ