ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলটির জন্য আবারও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ভারতীয় অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারকে। একই সঙ্গে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা অভয় শর্মাকেও ক্যারিবীয় সফরে অপরিবর্তীত রেখেছে বিসিসিআই। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
বাঙ্গার ২০১৪ সাল থেকে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর অধীনে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তার মেয়াদ শেষ হয়। কিন্তু জিম্বাবুয়ের সফরে সীমিত ওভারের সিরিজে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে ছিলেন।
ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলেকে দায়িত্ব দেওয়া দু’দিন পরেই বাঙ্গারকে আগের পদে স্থলাভিষিক্ত করা হলো। তবে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া ক্যারিবীয় সফরে শুধুমাত্র ৭ সপ্তাহের জন্যই তিনি দলের সঙ্গে কাজ করবেন।
বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব