যুক্তরাষ্ট্রের নিউইযর্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে চলমান কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। ফলে খেলা এখন অতিরিক্ত আধা ঘণ্টা সময়ে গড়িয়েছে। এ সময়ের মধ্যেও কোনো পক্ষ গোল না করতে পারলে খেলা শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়াবে। গত বছরের মতো এবারও ফাইনালে খেলবে চিলি ও আর্জেন্টিনা। দু'জনই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলছেন কারণ উভয় দলেরই ১ জন করে খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ