যুক্তরাষ্ট্রের নিউইযর্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে চলমান কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল ম্যাচ শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়িয়েছে। নির্ধারিত সময়ের খেলা এবং অতিরিক্ত আধাঘণ্টা সময়ের খেলাও গোলশূন্য ড্র হওয়ায় পেনাল্টি শুটঅাউটেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হচ্ছে। গত বছরের মতো এবারও ফাইনালে খেলছে চিলি ও আর্জেন্টিনা। দু'জনই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলছেন কারণ উভয় দলেরই ১ জন করে খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ