স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্রিজটাউনে অনুষ্ঠিত ফাইনালে ৫৮ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করে অজিরা ৯ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে। অ্যারন ফিনচ দলীয় সর্বোচ্চ ৪৭ রান করেন। অার স্টিভেন স্মিথ করেন ৪৬ রান। জবাবে ওয়েস্ট ইন্ডি৮ ৪৫.৪ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ২১২ রান তুলতে সক্ষম হয়। জেসন চার্লস সর্বোচ্চ ৪৫ রান করেন। আর রামদিন করেন ৪০ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছ্নে মিশেল মার্শ। আর প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ার যোশ হ্যাজলউড। সিরিজের অপর দলটি ছিল দক্ষিণ অাফ্রিকা।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ