ফ্রান্সে চলমান ১৫তম ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে স্থানীয় সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আইসল্যান্ড। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে দিনের সবচেয়ে লক্ষণীয় এ ম্যাচটি। এ দুই ম্যাচের মধ্য দিয়েই শেষ ষোলোর নকআউট পর্বের সমাপ্তি ঘটবে। এরপর ৩০ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। আর ১০ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
এদিকে, গতরাতে নকআউট পর্বের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি স্লোভাকিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে। এর অাগে স্বাগতিক ফ্রান্স নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায়।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৬/শরীফ