গত ইউরোর ফাইনালে শোচনীয় হার; এর আগেরবার কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে বিদায়-পর পর দুই ইউরোতে স্পেনের কাছে পরাজয়ের প্রতিশোধ নিল ইতালি। গত দুই বারের চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আন্তোনিও কোন্তের দল।
প্রথমার্ধে জর্জো কিয়েল্লিনির সুযোগ-সন্ধানী গোলের পর ম্যাচের যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন গ্রাৎসিয়ানো পেল্লে। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপীয় ফুটবলের আরেক পরাশক্তি জার্মানি।
গত ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারানো স্পেনকে সোমবার সন্ধ্যায় খুঁজে পাওয়া যায়নি। শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ইতালির। আক্রমণেও বেশি ওঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের গোলরক্ষক দাভিদ দে হেয়া দারুণ দুটি সেভ না করলে প্রথমার্ধেই একাধিক গোল পেত তারা।
অষ্টম মিনিটে আলেসান্দ্রো ফ্লোরেন্সির ফ্রি-কিকে পেল্লের হেড জালে ঢোকার পথে নিচের দিকে ঝাঁপিয়ে ফেরান দে হেয়া।
স্পেনের রক্ষণে কয়েকবার হানা দেওয়ার পর ৩৩তম মিনিটে এগিয়ে যায় ইতালি। ব্রাজিলে জন্ম নেওয়া এদেরের নিচু শট দে হেয়া ঠেকালে ছুটে এসে ফিরতি বল জালে পঠিয়ে দেন কিয়েল্লিনি।
বিরতির আগে বাঁ দিক থেকে বল নিয়ে এসে এমানুয়েলে জাক্কেরিনির দূরপাল্লার শট লাফিয়ে এক হাতে দুর্দান্ত সেভ করেন দে হেয়া।
বিরতির পর স্পেনকে আক্রমণের বেশি সুযোগ দেয়নি ইতালি। শুরুর দিকে মোরাতার হেড সহজেই ঠেকান জানলুইজি বুফ্ফন।
৫৫তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজতম একটি সুযোগ নষ্ট করেন এদের। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড। সোজাসুজি আসা শট ঠেকিয়ে দেন দে হেয়া।
ম্যাচের শেষ ১৫ মিনিটে স্পেন বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল পায়নি। ৭৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ভলি দক্ষতার সঙ্গে ফেরান বুফ্ফন। পরের মিনিটে জেরার্দ পিকের দুরপাল্লার শট ডানে ঝাঁপিয়ে ঠেকান বর্ষীয়ান এই গোলরক্ষক।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন ১৬/ সালাহ উদ্দীন