চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে সবচেয়ে বড় অঘটন। প্রথমবারের মতো ইউরো খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে যে আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। অথচ ইংলিশদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে আইসল্যান্ড। আর ম্যাচ শেষে তারই কিনা কোয়ার্টার ফাইনালে।
সোমবার রাতে সেরা ষোলোর ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে আইসল্যান্ড। তবে বেশিক্ষণ আটকে রাখা যায়নি মাত্র তিন লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটিকে। ওয়েন রুনির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরেই রাগনার সিগার্ডসনের গোলে সমতায় ফেরে আইসল্যান্ড। কিছুক্ষণ পরে সিথোরসোনের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথম খেলতে আসা দলটি। ম্যাচের পরবর্তী সময়ে ইংলিশরা সমতায় ফিরতে ব্যর্থ হলেও ওই এক গোলের জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় আইসল্যান্ড।
বিবিসি জানায়, আইসল্যান্ডের মতো অখ্যাত একটি দলের কাছে হেরে ইউরো থেকে বিদায় নেওয়ার পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।
আগামী ৩ জুলাই সেমিফাইনালে যাবার আশায় স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে আইসল্যান্ড।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৬/মাহবুব