আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তটা লিওনেল মেসি পুনর্বিবেচনা করবেন বলে আশা করেন চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। মেসির বার্সেলোনা সতীর্থ ক্লাদিওর বিশ্বাস, জাতীয় দলের জার্সিতে আরও অনেক বছর খেলা চালিয়ে যাবেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী। খবর গোল ডট কমের।
সোমবার শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা ঘোচানোর স্বপ্ন ভঙ্গ হয় মেসির। দুঃখজনক হলেও সত্যি টাইব্রেকারে মেসির ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারা শটটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পরে অভিমানে আন্তর্জাতিক ফুলবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জেতা ব্রাভো বলেন, ‘আমার মতে এই মুহূর্তে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড। আমরা তাকে খুব ভালোভাবেই জানি, সে কোনো মানের মানুষ। আমি আশা করি, আর্জেন্টিনার জর্সিতে সে আরও অনেক বছর খেলে যাবে।’
এখন দেখার বিষয় মেসি তার অভিমান ভেঙে অবসরের সিদ্ধান্তটা পুনর্বিবেচনায় নেন কিনা। আর সেটা হলেও চ্যাম্পিয়ন না হতে পারার যে আক্ষেপ মেসির মধ্যে দেখা গেছে তা ভবিষ্যতে পূরণ হলেও হতে পারে।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৬/মাহবুব