রিও অলিম্পিকে ২০০ মিটারে ফাইনালে উঠেছেন জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। তবে একই ইভেন্ট থেকে ছিটকে গেছেন আমেরিকান তারকা জাস্টিন গ্যাটলিন।
চলতি অলিম্পিকে বোল্ট ইতিমধ্যে ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন। এ ছাড়া অষ্টম অলিম্পিক স্বর্ণ জয়ের পথে তিনি ২০০ মিটারের ফাইনালে পৌছে গেছেন।
কিন্তু ১০০ মিটারের বোল্টের পেছনে থেকে রৌপ্য পদক জেতা গ্যাটলিন সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন। একই সঙ্গে চার বছর আগে লন্ডন অলিম্পিকে রুপা জেতা বোল্টের স্বদেশি ইয়হান ব্লেকও সেমি থেকে ছিটকে পড়েছেন। তবে, ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা আদাম জেমিলি। বৃহস্পতিবার রাতে ফাইনালে বোল্টের সঙ্গে দৌড়াতে দেখা যাবে তাকে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব