দুই দলের সামনেই অলিম্পিকে প্রথম সোনা জয়ের হাতছানি। একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে বেলজিয়াম। সুযোগটা কাজে লাগাতে পারলো না বেলজিয়াম। আর 'আন্ডারডগ' হয়েও চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে অলিম্পিক হকিতে সোনা জিতে ইতিহাস গড়লো তারা।
রিও ডি জেনিরোর হকি সেন্টারে ম্যাচের সূচনাটা অবশ্য ভালো ছিল না আর্জেন্টিনা দলের। ৩ মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড টঙ্গির গোলে পিছিয়ে পড়ে তারা। ১২ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান পেদ্রো ইবারা। ১৫ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইগনাসিও অরতিজ (২-১)।
এরপর ২২ মিনিটে পিল্লাতের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৫ মিনিটে গুচিয়ের বোকার্ডের দুর্দান্ত এক গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় বেলজিয়ামকে। অপরদিকে প্রথমবারের মতো সোনা জয়ের উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ