ট্রায়াথলনে অলিম্পিক শিরোপা ধরে রেখে অনন্য এক ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের অ্যালেস্টার ব্রাউনলি। তার পেছনে থেকে রুপা জিতছেন ছোট ভাই জনি ব্রাউনলি।
তিন ডিসিপ্লিনের সম্মিলিত এই ক্রীড়ার শেষ অংশ ১০ কিলোমিটার দৌড়ের মাঝ পথে দুই বছরের ছোট ভাই জনিকে ছাড়িয়ে যান ২৮ বছর বয়সী অ্যালেস্টার।
রিও গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার দেড় কিলোমিটার সাঁতার, ৪০ কিলোমিটার সাইক্লিং ও ১০ কিলোমিটার দৌড়ের পুরোটা সময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন ইয়র্কশায়ারের এই দুই ভাই। শেষ পর্যন্ত বড় ভাই ছয় সেকেন্ড আগে ফিনিশিং লাইন ছুঁয়ে ফেলায় জনি পায় রৌপ্যপদক।
তৃতীয় স্থানে থেকে হেনরি শুম্যান দক্ষিণ আফ্রিকাকে প্রথম ট্রায়াথলনে পদক এনে দেন।
চার বছর আগে লন্ডনেও সেরা হওয়া অ্যালেস্টার ব্রাউনলি প্রথম অ্যাথলেট হিসেবে ট্রায়াথলনে টানা দু'বার অলিম্পিক শিরোপা জিতলেন। ২০১২ সালে ব্রোঞ্জ জিতেছিলেন জনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ