রিও অলিম্পিকে এবার সোনা জয়ের স্বপ্ন দেখছে ভারত! তা তারা দেখতেই পারে। যে দেশে সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনের সেরা বিজ্ঞাপন সেই দেশ থেকেই রিও অলিম্পিক কাঁপাচ্ছেন পুসারালা বেঙ্কট সিন্ধু। মেয়েদের ব্যাডমিন্টন এককের ফাইনালে উঠে গেছেন তিনি। তাতেই রিওতে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত হয়ে গেছে।
এখন সোয়া কোটি দেশের মানুষ তাকিয়ে ফাইনালে সিন্ধুর দিকে। পারবেন ২১ বছরের এই তরুণী? কুস্তিতে সাক্ষি মালিক এবারের আসরের প্রথম পদক 'ব্রোঞ্জ' এনে দিয়েছেন। সিন্ধু পরের ২৪ ঘন্টায় আরেকটি পদক নিশ্চিত করেছেন। অলিম্পিকে পদক জেতা পঞ্চম ভারতীয় নারী তিনি।
স্বর্ণ পদক থেকে সামান্য দূরে সিন্ধু। ভারতের বিশাল জনপদকে আনন্দে ভাসাতে আরেকবার জ্বলে উঠতে হবে সিন্ধুকে। স্প্যানিশ শাটলার ক্যারোলিন মারিনের সাথে ফাইনাল। মারিন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর। কিন্তু মারিনের সাথে জেতার ইতিহাস আছে সিন্ধুর। গত বছর ডেনমার্ক ওপেনের ফাইনালে এই স্প্যানিয়ার্ড নারীকে ৭২ মিনিটের মধ্যে ২১-১৫, ১৮-২১, ২১-১৭ তে হারিয়েছিলেন তিনি। অবশ্য মারিনের সাথে চার দেখায় ওটা তার একমাত্র জয়।
আর একটি জয় তুলে নিতে পারলেই ইতিহাসের পাতায় সিন্ধু। সেমিফাইনালে তিনি জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়েছেন ৫১ মিনিটে। জয় ২১-১৯, ২১-১০ এর সরাসরি সেটের। তাতেই প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠে গেছেন সিন্ধু।
বিডি-প্রতিদিন/এস আহমেদ