লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার শেষে শুক্রবার দেশের ফেরার কথা ছিল বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের। তবে অস্ত্রোপচারের ধকল কাটাতে আরও দুই দিন লন্ডন থেকে আগামী সোমবার ঢাকা ফিরছেন এই তারকা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস জানান, 'মোস্তাফিজ লন্ডন সময় রবিবার দেশের উদ্দেশে বিমানে উঠবে। সোমবার সকাল ১১ টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন