রিও অলিম্পিকে রৌপ্য পদক জিতে ইতিহাস গড়েছেন ভারতের পুসারালা বেঙ্কট সিন্ধু। মেয়েদের ব্যাডমিন্টন এককের ফাইনালে হেরেও তাই তিনি সকলের মধ্যমণি। তবে প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে রুপা জিতেছেন এই ২১ বছর বয়সী হায়দরাবাদি তারকা। যা একই সঙ্গে অলিম্পিক ইতিহাসে পদক জেতা সর্বকনিষ্ঠ ভারতীয়।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নারীদের ব্যাটমিন্টন ফাইনালে স্প্যানিশ শাটলার ক্যারোলিন মারিনের মুখোমুখি হন সিন্ধু। হাড্ডাহাড্ডি লড়াই করে ২১-১৯'তে প্রথম গেম জিতে নেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে ক্যারোলিনা মনে করিয়ে দিলেন, তিনি কেন বিশ্বের এক নম্বর তারকা। সিন্ধুকে খেলার জায়গাই দিলেন না। ২১-১২ ব্যবধানে দ্বিতীয় গেম পকেটে পুরে নেন স্প্যানিশ শাটলার। তৃতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন করেও হারলেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১৫। তবে হারলেও দেশের হয়ে রৌপ্য পদক জিতে এক ভারতবাসীর মনে ঠিকই স্থান করে নিয়েছেন সিন্ধু।
ম্যাচ শেষে ভারতীয় শাটলার বলেন, ‘স্বর্ণ জেতার জন্য নিজের সেরাটা দিয়েছিলাম। কিন্তু হল না। আমি রুপার পদক পেয়ে অলিম্পিক শেষ করলাম। তবে আমি খুব খুশি। আমার সত্যি গর্ব হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে কেউ জিততে পারত।’
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৬/মাহবুব