আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ধরে রাখতে হলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই ভারতের। কিন্তু সিরিজের শেষ টেস্টের দু'দিন শেষ হলেও বল মাঠে গড়িয়েছে কেবল ২২ ওভার। ফলে ম্যাচের বর্তমান যে অবস্থা তাতে ম্যাচ 'ড্র' হওয়ার সম্ভাবনায় বেশি। আর যদি সেটা হয় তাহলে ভারতকে দুই নম্বরে ঠেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিং চালুর পর প্রথমবারের মতো শীর্ষে উঠে আসবে পাকিস্তান।
শীর্ষ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া। কিন্তু লঙ্কানদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার কারণে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে আসে অস্ট্রেলিয়া। এ সুবাধে শীর্ষে উঠে যায় ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পরিসংখ্যান বলছে, পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টটি যদি ড্র হয়ে যায়, তাহলে ভারত দ্বিতীয় স্থানে নেমে যাবে এবং শীর্ষে উঠবে পাকিস্তান।
পোর্ট অব স্পেনে সিরিজের শেষ টেস্টটি শুরু হয় গত বৃহস্পতিবার। বিরূপ আবহাওয়ার কারণে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ খেলতে পেরেছে মাত্র ২২ ওভার। তাতে রান তুলেছে ৬২টি। যদিও উইকেট হারিয়েছে ২টি। শীর্ষস্থান ধরে রাখার জন্য শুরুটা ভারতীয় বোলাররা দুর্দান্ত করলেও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। এরপর দ্বিতীয় দিন সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি এই থামে তো, এই আবার আসে। মাঠ কোনভাবেই খেলার উপযোগী করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত দুপুরের পর এসে ম্যাচ রেফারি দ্বিতীয় দিনের খেলাও বাতিল ঘোষণা দিতে বাধ্য হন। দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টে বলা হচ্ছে, পোর্ট অব স্পেন ওভালের মাঠে পর্যাপ্ত সুবিধা নেই। যে কারণে শুধু উইকেটছাড়া বাকি মাঠ ঢাকা সম্ভব হচ্ছে না। ফলে, বৃষ্টি থামলেও সহজে মাঠ খেলার উপযোগী করে তোলার সম্ভাবনা নেই। সুতরাং, টেস্টে বাকি তিন দিনের খেলার ভাগ্যে কী আছে সেটা এখনই বলা মুশকিল। আর খেলা হলেও, এই অল্প সময়ে ফলও আশা করাটাও এক প্রকার বোকামি। তাই টেস্টে ভারতের শীর্ষস্থান যে হুমকির মুখে সেটা বলাই বাহুল্য।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৬/মাহবুব