পাকিস্তানর টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক গত বছর ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ড সফরই হতে পারে পাকিস্তানের হয়ে তার শেষ সফর। অথচ ৪২ বছর ৩ মাস বয়সী সেই মিসবাহ এখন বলছেন, বয়স ৫০ বছর না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।
আর বলবেনই না কেন, এত বয়সেও যে তিনি ফর্মের তুঙ্গে রয়েছেন। সম্প্রতি তার নেতৃত্বে পাকিস্তান ইংলিশদের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে। লর্ডস টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিক বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এমনকি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে পাকিস্তানি অধিনায়কের হাতে। এছাড়া আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠার পথে তার দল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, সম্ভবত, ৫০ বছর বয়স না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই এবং আরও রেকর্ড গড়তে চাই।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি ছিলেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। তিনি ৫২ বছর ১৫৬ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ টেস্ট শুরু করেন। আর সাবিনা পার্কে ঐতিহাসিক সেই টেস্ট যখন শেষ হয়, তখন তার বয়স হয়েছিল ৫২ বছর ১৬৫ দিন। এ ছাড়া ৫০ বছর বয়স পর্যন্ত টেস্ট খেলেছেন বার্ট ইরোনমঙ্গার, ডব্লিউজি গ্রাস ও জর্জ গুন।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৬/মাহবুব