ইতোমধ্যে রিও অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জ্যামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। বেইজিং, লন্ডন ও রিওতে একশো, দুশো ও ৪ x ১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণ জিতে অমরত্বের দাবিদার হলেন। তবে আশঙ্কা করা হচ্ছে ৮ বছর আগে বেইজিং অলিম্পিকে জেতা ৪ x ১০০ মিটার রিলে দৌড়ের স্বর্ণ হয়তো হাতছাড়া হবে এই স্প্রিন্ট স্টারের।
বেইজিংয়ে স্বর্ণজয়ী জ্যামাইকান দলে বোল্টের সঙ্গে ছিলেন নেস্টা কার্টার। আর এই স্প্রিন্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ রয়েছে। একবার তার নমুনা পরীক্ষা করা হলেও ফের পরীক্ষা করা হবে নেস্টা কার্টারের নমুনার। নেস্টা কার্টার নিজেও জানেন তার ‘এ’ স্যাম্পল নমুনা পজিটিভ। ‘বি’ স্যাম্পল নমুনাও যদি পজিটিভ হয়, তাহলে নির্বাসিত হতে পারেন কার্টার। সেই সঙ্গে তার জেতা পদক কেড়ে নেওয়া হতে পারে। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৬/ আফরোজ