এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অষ্টম সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শাহরিয়ার খান। শনিবার শ্রীলংকায় এসিসির সভায় তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
এসিসির সভাপতি হয়ে শাহরিয়ার খান জানান, আঞ্চলিক ক্রিকেটকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এশিয়ার সব দেশের ক্রিকেট বোর্ডকে হাতে হাত রেখে কাজ করতে হবে।
উল্লেখ্য, দুই বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন