অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সের যেখানে আর কোনো নারী অ্যাথলেটের ৫টি স্বর্ণ নেই, সেখানে ৬ষ্ঠ স্বর্ণ জিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন অ্যালিসন ফেলিক্স। রিও গেমসের পঞ্চদশ দিনে মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হয়ে অনন্য এই রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার।
রবিবার সকালে ৩ মিনিট ১৯.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে যুক্তরাষ্টের মেয়েরা। জ্যামাইকা ৩ মিনিট ২০.৩৪ সেকেন্ড নিয়ে রুপা এবং বোঞ্জ পদক জেতে যুক্তরাজ্য।
যদিও রিও অলিম্পিকে শুরুটা হয়েছিল হতাশা দিয়েই। ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে পারেননি তিনি। এরপর ৪০০ মিটারে একটুর জন্য রুপা জিততে হয় তাকে। তবে ৪*১০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হওয়ায় ক্যারিয়ারের পঞ্চম অলিম্পিক স্বর্ণ পেয়ে যান তিনি। এরপর ৪*৪০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হয়ে ৬ষ্ঠ শিরোপা জেতেন ফেলিক্স।
এর আগের তিনটি অলিম্পিকেও অংশ নেন ফেলিক্স। এর মধ্যে বেইজিংয়ে ৪*৪০০ মিটার রিলের স্বর্ণ জেতার পর লন্ডনে ২০১২ অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪*১০০ ও ৪*৪০০ মিটার রিলের স্বর্ণও জিতেছিলেন ফেলিক্স। আর রিওতে জিতলেন দুটি রিলের স্বর্ণ।
অলিম্পিকে সব মিলিয়ে ফেলিক্সের পদক হলো ৯টি। রিওতে ৪০০ মিটারে রুপা ছাড়াও এথেন্স ও বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে রুপা জিতেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব