লন্ডনে সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ব্যক্তিগত কারণে দু-একটা দিন অবস্থানের পর আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওয়না দেবেন কাটার মাস্টার। সিলেট ছুঁয়ে তার বহনকারী বিমানটির সোমবার বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আইপিএল শেষে দেশে ফিরে গত ২০ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিতে লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরা পারফর্মেন্সের পর দ্বিতীয় ম্যাচে কাঁধে চোপ পান বাংলাদেশি এই তরুণ পেসার। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি। গত ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব