লন্ডনে সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের ছাড়পত্র পাওয়ায় গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু ব্যক্তিগত কারণে দু-একটা দিন অবস্থানের পর আজ দেশে ফিরেছেন কাটার মাস্টার।
সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পা রাখেন এই তরুণ টাইগার পেসার।
বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, এখন পুনর্বাসনের জন্য মুস্তাফিজের দায়িত্ব দেওয়া হতে পারে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর।
আইপিএল শেষে দেশে ফিরে গত ২০ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অংশ নিতে লন্ডনে যান মুস্তাফিজ। কিন্তু ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরা পারফর্মেন্সের পর দ্বিতীয় ম্যাচে কাঁধে চোপ পান বাংলাদেশি এই তরুণ পেসার। এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি।
গত ১২ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন তার কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৬/মাহবুব