উসাইন বোল্ট বলে কথা। গতিদানব তিনি। বিদ্যুৎবেগে ফিনিশিং লাইনে পৌঁছে যান। তিন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটারে সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আর তাই নারীঅঙ্গনেও বোল্টের জনপ্রিয়তা তুঙ্গে। তার সঙ্গ পেতে উঠতি বয়সের তরুণীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা। তবে এবার এক তরুণী বেশ লজ্জাই পেলেন বোল্টকে সঙ্গ দিয়ে।
মানে ২০ বছর বয়সী ওই মেয়েটি বোল্টের সঙ্গে রাত কাটিয়েছিলেন। তাও এমনি এমনি নয়। বোল্টের জন্মদিন বলে কথা। গতকাল ২১ আগস্ট ছিল গতিদানবের ৩০তম জন্মদিন। দিনটিকে আরও রঙিন করে দিতে জেডি ডুয়ার্ট নামে রিও'র ওই ছাত্রী রাতে বোল্টের সঙ্গে থেকেই যান! রঙিন হয়ত হয়েছিল, কিন্তু তাদের যুগলবন্দি ঘনিষ্ঠ নানা ছবি হোয়াটস অ্যাপে প্রকাশ হয়ে যাওয়াতে বেচারি লজ্জায় পড়ে যান। বিশেষ করে পরিবার ও বন্ধু মহলে এ নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়তে হয় তাকে। হোয়াটস অ্যাপে ছবিগুলো কেউ প্রকাশ করার পর তা ব্রাজিলের কয়েকটি ওয়েবসাইটও প্রকাশ করে।
ডেইলি মেইল জেডির সঙ্গে বোল্টের তিনটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে জেডিকে জড়িয়ে ধরে আছেন বোল্ট। আরেকটি ছবিতে বিকিনি পরা জেডি দাঁড়িয়ে আছে (ইনসেটে সুইমিং পুলে জেডির বিকিনি পরা দৃশ্য) ও তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে জেডির ঘাড়ে চুমু দিচ্ছেন বোল্ট।
ছবিগুলো দেখার পর ওই ছাত্রী বলেন, ''আমি লজ্জায় মরে যাচ্ছি। এটা খুবই নেতিবাচক। আমি এভাবে পরিচিত হতে কখনো চাইনি।
যদিও জ্যামাইকান এক মডেলের সঙ্গে সম্পর্ক আছে বলে বোল্ট বিভিন্ন সময় গণমাধ্যমে স্বীকার করেছে। গতকাল সকালেও এক পার্টিতে থাকাকালীন তিনি এ কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তারপরও মেয়েরা কখনোই যেন পিছু ছাড়তে চায় না এ গতিমানবের। সূত্র: ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ