পদক জেতার এ কী বিড়ম্বনা! দেশের জন্য পদক জিতেও রেহাই নেই। কারণ আমেরিকায় সবাই 'ট্যাক্সম্যান'। করের ক্ষেত্রে তাই কোন ছাড়ই পাবেন না অলেম্পিয়ানরা। এটাই নাকি নিয়ম।
এ বার রিওয় সব ইভেন্ট মিলিয়ে আমেরিকার মোট পদকের সংখ্যা ৮৫। এর মধ্যে ২৮টি সোনা ছাড়াও রয়েছে ২৯টি রুপা ও ২৮টি ব্রোঞ্জ। মাইকেল ফেলেপ্স থেকে সিমোন বাইলস কে নেই! কিন্তু যে যত বড়ই অ্যাথলেট হোন না কেন, কর দেওয়ার ক্ষেত্রে কারও মাফ নেই।
USA টুডের খবর অনুযায়ী, পদকের মূল্য অনুযায়ী সেই অনুপাতে স্টেট ও ফেডারেল আয়কর দিতে হবে। এমনকী পদক জয়ের জন্য তারা যে নগদ আর্থিক পুরস্কার পাবেন তাও করমুক্ত নয়।
জানা গেছে, US অলিম্পিক কমিটি সোনা জয়ীদের প্রত্যেককে ২৫ হাজার ডলার করে আর্থিক পুরস্কার দেয়। অলিম্পিকে রুপা জয়ীরা পান ১৫ হাজার ডলার করে এবং ব্রোঞ্জজয়ীদের জন্য বরাদ্দ ১০ হাজার ডলার।
অলিম্পিয়ানরা সর্বোচ্চ আয়কর বন্ধনীর মধ্যে পড়েন। এদের জন্য আয়করের হার ৩৯.৬%। সেই হিসেবে সোনা জয়ীদের দিতে হবে ৯,৯০০ ডলার করে, রুপা জয়ীদের ৫,৯৪০ ডলার করে এবং ব্রোঞ্জ জয়ীদের জন্য করবাবদ বরাদ্দ ৩,৯৬০ মার্কিন ডলার।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৬/হিমেল-১৮