আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ শেষেই দেশের জার্সিতে আর দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই ডানহাতি ওপেনারকে।
লঙ্কা সফরে অজিরা ৫টি ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ইতোমধ্যেই দুটি ওয়ানডে হয়ে গেছে। দিলশান তৃতীয় ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন। এরপরই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন।
আগামী ২৮ আগস্ট ডাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আগামী ০৯ সেপ্টেম্বর কলম্বোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৩২৯ ম্যাচে ৩৯.২৬ গড়ে করেছেন ১০ হাজার ২৪৮ রান। একই সঙ্গে ৮৭ স্ট্রাইক রেটে ২২ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ১০৬ উইকেট। অন্যদিকে, টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে ২৮ গড়ে করেছেন এক হাজার ৮৮৪ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭ উইকেট।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব