১৯ বছরের অলিম্পিক চ্যাম্পিয়ন আনা কোরাকাকির কথায় আবারো লজ্জায় লাল গ্রিসের সরকার। বৃহস্পতিবার দেশটির রিও অলিম্পিক পদকজয়ীদের প্রেসিডেন্ট ভবনে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু সেখানে ছিলেন না গ্রিকদের জন্য রিও অলিম্পিকে নতুন ইতিহাস লেখা কোরাকাকি।
তবে কোরাকাকি'র অভিযোগ, ইচ্ছে করেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তাকে। কারণ তিনি অ্যাথলেটদের সুযোগ সুবিধা নিয়ে সমালোচনা করেছিলেন। এদিকে সংশ্লিষ্টরা অবশ্য তার এই অভিযোগ মানছেন না।
এবারের অলিম্পিকে ছয়টি পদক জিতেছে অলিম্পিকের জনক দেশ গ্রিস। এর একটি সোনা ও ব্রোঞ্জ শুটিং স্টার কোরাকাকির। টিনেজার কোরাকাকি গ্রিসের প্রথম নারী হিসেবে এক অলিম্পিকে দুই পদক জয়ের রেকর্ড গড়েছেন। কিন্তু পরে বলেছিলেন, দেশে তারা অলিম্পিকে জেতার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননা।
এই কথা বলার আগে দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেয়েছিলেন কোরাকাকি। অভিনন্দনে ভেসেছেন। ২৫ মিটার পিস্তলে সোনা ও ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতা কোরাকাকির বাবা তার কোচ। তিনি বলেছেন, সাম্প্রতিক সমালোচনার কারণেই এই শুটারকে এড়িয়ে যাওয়া হয়েছে। কোরাকাকির ভাষ্য, "আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। যেন কোরাকাকি বলে কেউ নেই এই জগতে, রিওতেও যায়নি, কিছু অর্জন করেনি, সে একটা ভুত।"
ছুটি কাটাতে এখন ফ্রান্সে কোরাকাকি। এই সংবর্ধনার কথা জানলে ছুটিতে যাওয়ার তারিখ বদলাতেন। বিব্রত সরকার। কিন্তু দেশটির অলিম্পিক কমিটি জানিয়েছে, আগের রাতেই কেবল এই ইভেন্টের কথা জানা গেছে। সব অ্যাথলেট আসতেও পারেননি। অনেকে রিও থেকে দেশেও ফেরেননি। পুরো দলকে এমন আরেকটি সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৬/হিমেল-০৮