আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪ জনের স্কোয়াডে জায়গা হারিয়েছে পেসার রুবেল হোসেন। ডানহাতি এই বোলারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল।
টিম কম্বিনেশনের কারণে রুবেলকে বাদ দিয়ে মোশাররফকে নেওয়া হয়েছে বলে এক নির্বাচক জানিয়েছেন। তিনি বলেন, ‘আফগানরা বাঁহাতি স্পিনে দুর্বল। সে কারণেই একজন পেসার কমিয়ে একজন বাঁহাতি স্পিনারকে দলে ডাকা হয়েছে।’
মোশাররফ হোসেন ২০০৮ এর মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে বছর তিনেক আগে একবার জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
শনিবার অনুষ্ঠিতব্য তৃতীয় ওয়ান্ডেতে ১৪ জনের স্কোয়াডে জায়গা হওয়ায় বগুড়ায় জাতীয় লিগ খেলতে যাওয়া মোশাররাফ বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতেই ঢাকায় রওনা দেন। আজ সকালে ঢাকায় ফিরে এখন তিনি মিরপুরে অনুশীলন করবেন জাতীয় দলের সঙ্গে।
বিডি প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম