বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের শেষ দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে খুলনা টাইটান্স। দুই দলের প্রথম সাক্ষাতে খুলনাকে বড় ব্যবধানে হারায় রংপুর।
আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্ট্যাডিয়াম এ ম্যাচ শুরু হয়েছে।
এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ জয় ও মাত্র একটি হারে শীর্ষে রয়েছে খুলনা। শেষ ম্যাচে তারা শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে সবার ওপরে জায়গা করে নেয়।
অন্যদিকে ভালো অবস্থানে আছে রংপুরও। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে তৃতীয় অবস্থানে মোহাম্মদ শাহজাদ-শহীদ আফ্রিদিদের নিয়ে গড়া দলটি। আর এ ম্যাচে জয় পেলে খুলনাকে হটিয়ে শীর্ষে জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে দলটির সামনে।
রংপুর একাদশ: মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, জিয়াউর রহমান, আনোয়ার আলী, সোহাগ গাজী, আরাফাত সানি, রুবেল হোসেন ও নাঈম ইসলাম (অধিনায়ক)।
খুলনা একাদশ: আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, রিকি ওয়েসেলস, মাহমুদুল্লাহ (অধিনায়ক), শুভাগত হোম, আরিফুল হক, কেভিন কুপার, তাইবুর রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন ও জুনায়েদ খান।
বিডি প্রতিদিন/ ২২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩