সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি জজ বাটলারকে। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটের পরিচিত মুখ তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে বাংলাদেশে সফরে ইংলিশদের সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। এসব মিলিয়ে সাম্প্রতিক ফর্ম আবারও এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ করে দিচ্ছে।
ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাটলারের টেস্ট একাদশে ফেরাটা এক প্রকার নিশ্চিতই বলা চলে!
মোহালি টেস্টে বাদ পড়তে পারেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট। প্রথম দুই টেস্টের তিন ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ১৮ রান।
আগামী ২৬ নভেম্বর তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। মোহালিতে বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হবে। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। রাজকোট টেস্ট ড্রয়ের পর বিশাখাপত্তমে ২৪৬ রানের বড় জয় তুলে নেন বিরাট কোহলিরা।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব