ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির সঙ্গে মাঝে মধ্যে অনেকে দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের তুলনা করেন। কেউ কেউ অবশ্য তুলনাটাকে বড় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে মনে করেন। কিন্তু আর যে যাই বলুক, শচীনের থেকে একটি ব্যাপারে বিরাট কোহলিকে এগিয়ে রাখলেন ইমরান খান।
পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, ‘শচীনের থেকে মানসিকতায় এগিয়ে কোহলি। তার যুক্তি, ‘বিরাট প্রতিভাবান। ওর টেকনিক ভাল। সেই সঙ্গে ওর টেম্পারমেন্টটাও দারুণ। ভয়ঙ্কর চাপের মধ্যেও বিরাট পারফর্ম করতে পারে। শচীন যেটা অনেকক্ষেত্রেই পারেনি।’
এখানেই শেষ নয়, বিরাট কোহলির আরও প্রশংসা করেছেন ইমরান খান। যেন থামতেই চাইছিলেন না! বলেছেন, ‘আমি যে ক’জন সম্পূর্ণ ক্রিকেটার দেখেছি, তাদের মধ্যে বিরাট অন্যতম। যথার্থই বৈচিত্র্যময় ক্রিকেটার। দু’পায়ে খেলতে জানে। ফ্রন্টফুট আর ব্যাকফুটে। সারা মাঠ জুড়ে স্ট্রোক নিতেও পারে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের প্রসঙ্গ উঠতেই ইমরান বলেন, ‘পাকিস্তানকে হারতে দেখলে, একটুও ভাল লাগে না। তবে ওই ম্যাচে কোহলি দুর্দান্ত খেলেছিল। চাপের মুখে ও কীরকম খেলে, সেটা ওই ম্যাচটা দেখলেই বোঝা যায়।'
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/মাহবুব