ভারত-ইংল্যান্ডের মধ্যে চলছে টেস্ট সিরিজ। ইতোমধ্যে প্রথম ২টি টেস্ট সম্পন্ন হয়ে গেছে। সিরিজে ভারত ১-০ তে এগিয়ে রয়েছে। বাকি তিন টেস্টের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে দিল নির্বাচকরা৷ ফের ভারতীয় দল থেকে বাদ পড়লেন ওপেনার গৌতম গম্ভীর। তবে চোট সারিয়ে ভারতীয় টেস্ট স্কোয়াডে ফিরলেন ভুবনেশ্বর কুমার। বাকি দলে অবশ্য কোনও পরিবর্তন হয়নি৷
প্রথম টেস্টে দলে থাকলেও দ্বিতীয় টেস্টে বাদ পড়েছিলেন গম্ভীর৷ এবার দল থেকেও বাদ দিলেন তাকে নির্বাচকরা৷ ৩৫ বছর বয়সী গম্ভীর এখনও পর্যন্ত ৫৮ টি টেস্ট ম্যাচ খেলেছে। ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১-র বিশ্বকাপ দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।
অন্যদিকে পিঠে চোট লাগার কারণে ছ’সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ভুবনেশ্বর৷ সেরে ওঠার পর মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলেন। কলকাতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে তিনি খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তাই তার ফেরা ভারতীয় দলকের বাড়তি শক্তিশালী করবে সন্দেহ নেই৷
১৬ জনের ভারতীয় দল : বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মুরলী বিজয়, চেতশ্বর পূজারা, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা(উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া৷
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮