কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের যে অভিযোগ তুলেছিল আইসিসি। তার বিরুদ্ধে আনা অভিযোগটির সত্যতা প্রমাণিত হয়েছে। তাই শাস্তি হিসেবে পুরো ম্যাচ ফি জরিমানা দিয়েই এবারের মতো পার পেয়ে যাচ্ছেন এই প্রোটিয়া দলপতি। ফলে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে খেলার ক্ষেত্রে তার কোনো শঙ্কা থাকছে না।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এই অভিযোগের শুনানি। আর সেখানে দোষী সাব্যস্ত করে ডু প্লেসিসকে দেওয়া হয়েছে জরিমানার সাজা। কিন্তু নিষেধাজ্ঞার মতো শক্ত সাজা তাকে দেওয়া হয়নি।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত সেই ম্যাচের আম্পায়ারদের সাক্ষ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। আম্পায়াররা এই ঘটনাটি লক্ষ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইসিসিকে অবগত করেন। আর এমসিসির প্রধান স্টিফেনসন টিভি ফুটেজের দৃশ্যের ভিত্তিতে বলে কৃত্রিম কিছু একটা মেশানোর বিষয়টি নিশ্চিত করেছেন।’
উল্লেখ্য ডু প্লেসিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের এই অভিযোগটি আনা হয়েছিল অস্টেলিয়ার বিপক্ষে হোবার্টে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। একটি ভিডিওতে দেখা গেছে ডু প্লেসিস চুইংগাম বা চকলেটের কিছু অংশ মুখ থেকে নিয়ে বলের উজ্জ্বলতা বাড়ানোর চেষ্টা করছেন।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১