বিপিএলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষে ব্যাটিংয়ে শীর্ষে ছিলেন শাহরিয়ার নাফিস। আর বোলিংয়ে শীর্ষে শফিউল হক। তবে চট্টগ্রামের গিয়ে এই দু'জন তাদের ফর্ম ঢাকার মতো মেলে ধরতে পারেননি। আর এই সুযোগে রানে শীর্ষে উঠে এসেছেন শুরু থেকে ঢাকা ডায়নামাইটসের হয়ে আলো ছড়ানো মেহেদি মারুফ এবং বোলিংয়ে চিটাগং ভাইকিংসের অন্যতম প্রধান অস্ত্র আফগান অলরাউন্ডার মোহম্মদ নবী।
দুই দিন বিরতির পর আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার মাটিতে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। সেখানে নিজেদের মেলে ধরতে পারলে আবারও শীর্ষস্থান ফিরে পেতে পারেন দু'জনই। তিনে নেমে গেলেও মেহেদি মারুফের সঙ্গে ব্যবধান মাত্র ১৯ রানের। দুইয়ে থাকা মুশফিকুর রহিমেরও সুযোগ রয়েছেন শীর্ষে উঠার।
অন্যদিকে, বোলিংয়ে শীর্ষে উঠলেও শফিউলের থেকে একটি ম্যাচ বেশি খেলেছেন নবী। তাই শফিউল যে আবারও শীর্ষে উঠছেন তা অনুমান করাই যায়।
এদিকে, ছয় ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন নাঈম ইসলাম-আফ্রিদির রংপুর রাইডার্স। এক ম্যাচ বেশি খেলে সমান ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে মাহমুদুল্লাহর খুলনা টাইটানস। আর ৭ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস।
সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচ:
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সেরা পাঁচ:
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/মাহবুব