আবারও বল হাতে দেখা যাবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। বুধবার আইসিসি তার অ্যাকশন বৈধ বলে রায় দিয়েছে।
এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে গত ১৭ নভেম্বর ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশন পরীক্ষা দেন হাফিজ। যেখানে তার প্রতিটি অফস্পিনে হাতের কনুই ১৫ ডিগ্রির নিচেই ভাঙা হয় বলে প্রমাণ হয়।
গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বোলিংয়ে প্রথমবার প্রশ্নবিদ্ধ হন হাফিজ। পরে আইসিসি তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করে। কিন্তু পাকিস্তান সুপার লিগে নিয়মিত বোলিং করলেও আবারও প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা বেশ ভালো করেন হাফিজ। কোনো ম্যাচে তো তাকে শুরুতেই বল হাতে আক্রমণে দেখা যায়। ৫০ টেস্টে তিনি ৫২ উইকেট নিয়েছেন। ১৭৭ ওয়ানডেতে তার ঝুলিতে রয়েছে ১২৯টি উইকেট। আর ৭৭টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪৬ উইকেট।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব