সাত বছর বয়সেও পানিতে ডুব দিতে ভয় পেতেন বিশ্বের জনপ্রিয় সাতারু মাইকেল ফেলপস। তার ছেলে বুমারের এখনো সাত মাসও পার হয়নি। কিন্তু সে এরইমধ্যে পানিতে ডুব দিয়েছে। মাইকেল ফেলপসকে সাঁতার শেখাতেন ক্যাথি বেনেট এক নারী। সেই নারী এবার ফেলপসের ছয় মাস বয়সী ছেলেকে সাঁতার শেখানো শুরু করেছেন।
সম্প্রতি আমেরিকার ম্যারিল্যান্ডের রাজ্যে বাল্টিমোরে স্ত্রী নিকোলকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাইকেল ফেলপস। সেখানেই ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো নামেন সুইমিং পুলে। ফেলপসের মতে, এখনই হয়তো বুমার পাকা সাতারু হয়ে উঠবে না। কিন্তু তিনি চান সে পানিকে নিরাপদ মনে করুক, পানিতে স্বচ্ছন্দ হয়ে উঠুক। ছেলেকে নিয়ে প্রথম দিনের অনুশীলনে বেশ সন্তুষ্ট ফেলপস।
মাইকেল ফেলপসের এ কর্মকাণ্ড নিয়ে রসিকতা শুরু করেছে আমেরিকার সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, ২০৩৬ সালে ছেলেকে অলিম্পিকে নামাকে ফেলপস। আর সেই প্রস্তুতি এখনই শুরু করে দিয়েছে!
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা